Site icon Jamuna Television

মতবিরোধের জেরে পেছালো ‘কপ ২৮’ জলবায়ু সম্মেলন

ছবি: বিবিসি।

জীবাশ্ব জ্বালানি নিয়ে মতবিরোধের জেরে জলবায়ু সম্মেলন ‘কপ টোয়েন্টি এইট’এ চুক্তি হওয়ার বিষয়ে তৈরী হয়েছে জটিলতা। মঙ্গলবার পর্দা নামার কথা থাকলেও, বাড়ানো হয়েছে আলোচনার সময়সীমা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘কপ টোয়েন্টি এইট’র প্রেসিডেন্ট প্রত্যেক দেশ এবং গোষ্ঠীর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সোমবার জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত খসড়া চুক্তিকে দুর্বল আখ্যা দেয় ভুক্তভোগী দেশগুলো অসন্তোষ প্রকাশ করে। অতীতে সিদ্ধান্ত হয়েছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হবে। কিন্তু, সবশেষ খসড়ায় সেই কথাও রাখা হয়নি।

সম্মেলনে কোনও চুক্তি হলে, অংশগ্রহণকারী দেশগুলোকে একমত হতে হয়ে। আলোচনায় বাড়তি সময় নিয়ে এখন সে চেষ্টাই চলছে। স্বল্পোন্নত দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশও জোরালো ভূমিকা রাখছে আলোচনায়।

শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ প্রশমন ও অভিযোজন খাতকে প্রাধান্য দিয়ে অংশ নিয়েছে। কপ সভাপতি সম্মেলনের শুরুতে ক্ষতিপূরণ তহবিল কার্যক্রম শুরুর মধ্যে চমক দিলেও, শেষ মুহুর্তের আলোচনায় গ্লোবাল স্টক টেকিং সিদ্ধান্তের ইতিবাচক সাড়া দেখতে চায় বাংলাদেশ।

/এআই

Exit mobile version