Site icon Jamuna Television

কিয়েভে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া

মিসাইল হামলা ধ্বংস হওয়া গাড়ির আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। ছবি: রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে স্থানীয় সময় ৩টার দিকে শহরটিতে ছোঁড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। এতে বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন ধরে যায় কয়েকটি গাড়িতেও।

কিয়েভের মেয়র জানান, মিসাইল হামলায় আহত হয়েছে অন্তত ৪৫ ইউক্রেনীয়। এরমধ্যে দুই শিশুসহ আটজন হাসপাতালে ভর্তি।

ছবি: রয়টার্স

স্থানীয়রা জানায়, ভোর তিনটায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এরপরই বাজতে শুরু করে সতর্কতা সাইরেন। চলতি সপ্তাহের মধ্যেই দেশটির রাজধানীতে দু’বার মিসাইল হামলা চালালো মস্কো। বেশকয়েকটি মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের। শীত শুরু হতেই হামলা জোরদার করেছে রাশিয়া।

ছবি: রয়টার্স

/এআই

Exit mobile version