Site icon Jamuna Television

রিপাবলিকান পার্টির বিরোধিতা স্বত্ত্বেও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস বাইডেনের

ভোলদেমির জেলেনস্কি ও জো বাইডেন। ছবি: সিএনএন।

রিপাবলিকান পার্টির বিরোধিতা স্বত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন জানান, লড়াই অব্যাহত রাখতে কিয়েভকে সবধরনের সহায়তা করবে তার দেশ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে একসাথে কাজ করবে বলেও জানান তিনি। জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এই যুদ্ধে ইউক্রেনের জয় দেখতে চাই। আমি আগেই বলেছি, ইউক্রেনের জয়ের অর্থ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ হবে, যারা বর্তমান ও ভবিষ্যতে যেকোন আগ্রাসন বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ন্যাটোই ইউক্রেনের ভবিষ্যত।

দেশটিকে ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোতে দেখতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার জোরালো হামলার মধ্যেই প্রতিরোধ পরিকল্পনা ঢেলে সাজাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। সামরিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন জেলেনস্কি।

/এআই

Exit mobile version