Site icon Jamuna Television

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কাজী জাফর উল্যাহকে শোকজ

ফাইল ছবি

ফরিদপুর করেসপনডেন্ট:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ফরিদপুর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা চিঠি কাজী জাফর উল্যাহকে পাঠানো হয়েছে।

কাজী জাফর উল্যাহ ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

নোটিসে বলা হয়, কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী বুধবার (১৩ ডিসেম্বর) একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের সাথে কাজী জাফর উল্যাহর একটি বক্তব্যের ভিডিও ক্লিপও দেয়া হয়।

নোটিসে আরও বলা হয়, অনুসন্ধান কমিটি ভিডিওটি পর্যালোচনা করেছে। সেখানে কাজী জাফর উল্যাহ ভাঙ্গা উপজেলার শেখপুরা বাজারে একটি সভায় যোগদান করেছেন এবং সেখানে বক্তব্যও দিয়েছেন বলে দেখা গেছে।

আপনার উক্তরূপ বক্তব্য সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮
এর বিধি ১১(ক), ১২ এর পরিপন্থী। একইসাথে, আপনি উক্ত সভা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট
হতে লিখিত অনুমতি গ্রহণ ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত না করে সভায় অংশ গ্রহণ করে
উক্ত বিধিমালার বিধি ৬(খ) ও ৬(গ) লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

আরএইচ/এটিএম

Exit mobile version