Site icon Jamuna Television

ঘুমের ব্যাঘাত, মালয়েশিয়ায় স্বদেশির হাতে খুন আরেক বাংলাদেশি

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ঘুমের ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ (২৮) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার জহুর প্রদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে রাজ্যের ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, নিহত সবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মূত্র পরীক্ষায় মাদকের প্রমাণ পাওয়া গেছে।

বাহরিন নোহ জানান, আটকদের মধ্যে একজন স্বীকার করেছেন সবুজকে চাপাতি দিয়ে কুপানো হয়েছে। তিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন। তাদের কক্ষে ওই চাপাতিটি পাওয়া গেছে।

ক্লুয়াং পুলিশ প্রধান জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক বাংলাদেশির ফোন পায়। ফোনকলে জানতে পারে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবুজ।

/আরএইচ

Exit mobile version