Site icon Jamuna Television

কুমিল্লা সিটির মেয়র রিফাত মারা গেছেন

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আরফানুল হক রিফাত। সবসময় অক্সিজেন সঙ্গে নিয়েই তাকে চলাফেরা করতে হতো। এরমধ্যে গত ৬ ডিসেম্বর থেকে তার পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একইসঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য গত রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয় তাকে।

২০২২ সালের ১৫ জুন কুসিক নির্বাচনে মেয়র পদে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। মনিরুল হক সাক্কুকে অল্প ব্যবধানের ভোটে হারিয়ে এই সিটিতে আওয়ামী লীগের নির্বাচিত প্রথম মেয়র ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া ক্ষমতাসীন দলের অনেকেও শোক প্রকাশ করেছেন।

/এমএন

Exit mobile version