Site icon Jamuna Television

‘এসএমএস করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা’

এসএমএসের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। করেছেন নানা অনিয়ম। সাধারণ ভোক্তাদের ঠকিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা— এমন অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (১৩ নভেম্বর) সকালে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

৭ ডিসেম্বর ভারতের পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণায় হুট করে কেজিপ্রতি দাম ওঠে ২৫০ টাকা পর্যন্ত। তাতে অসাধু সিন্ডিকেট হাতিয়ে নেয় শত শত কোটি টাকা।

এরই প্রেক্ষিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ট্যারিফ কমিশনের উপ-প্রধান রায়হান ওবায়দুল্লাহ বলেন, আমদানিনির্ভর পণ্যগুলো যাচাই করে দাম নির্ধারণ করার পরও ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে, যা অনৈতিক। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভোক্তা অধিকারের এই কার্যক্রম উপজেলা ও গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা দরকার।

এদিকে, ভোক্তা অধিকার অধিদফতর এ-ও প্রশ্ন তুলেছেন, ব্যবসায়ীরা কারসাজি করলে এফবিসিসিআই কীভাবে চুপ থাকে?

/এমএন

Exit mobile version