Site icon Jamuna Television

রাজশাহীতে জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

রাজশাহী-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে এগারটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় পার্টির এই প্রার্থী।

আবুল হোসেন জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি তখন রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছিলেন। এ বিষয়ে তিনি পুলিশকে অবহিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

Exit mobile version