Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ হামাসের

অস্ত্র হাতে হামাসের একজন যোদ্ধা। ছবি: গেটি ইমেজ।

গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নিজেদের দাবির স্বপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। গাজার উত্তর ও দক্ষিণ দুই অংশেই ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক হামলা-পাল্টা হামলা হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, বেশকিছু ইসরায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করা হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। এছাড়া গাজার অভ্যন্তরে ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানে এখন পর্যন্ত ১১৬ ইহুদি সেনার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৬০৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন ফিলিস্তিনি।

/এআই

Exit mobile version