Site icon Jamuna Television

অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে: কাদের

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই অব্যাহত রাখতে হবে, এ কথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে। তারাই দেশের আগামী নির্বাচনকে বানচালের জন্য অগ্নিসন্ত্রাস করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যারা সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা এখনও বিদেশে পলাতক বলে এ সময় উল্লেখ করেন তিনি।

এর আগে, সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version