Site icon Jamuna Television

ডুফার সভাপতি রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ

বাঁ থেকে, সভাপতি রফিক উল্লাহ রোমেল সানা, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন ও কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন ভুঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯৯৫-৯৬) সেশনের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে এ এস এম রফিক উল্লাহ রোমেল সানা সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন ও নাহিদ হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোশাররফ হোসেন ভুঁইয়া নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির বনানী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ক্লাবটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সদস্যদের ভোটে ১৩ জন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত করা হয়। ডিরেক্টররা তাদের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করেন।

নির্বাচিত ১৩ জন ডিরেক্টর হলেন, টিএম নুরুল আমিন প্যারিস, সুজন মাহমুদ, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, মুশাররফ হোসেন ভুঁইয়া, গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, শ্যামলি বেগম, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী, এ এস এম রফিক উল্লাহ রোমেল, নাহিদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কমিটি দুই বছর মেয়াদে (২০২৩-২০২৫) দায়িত্ব পালন করবে।

/আরএইচ

Exit mobile version