Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাদের আক্রমণে শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণে প্রাণ গেছে দুই শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনির। হামলায় আহত ৫শ’র বেশি মানুষ।

শুক্রবার জুম্মার নামাজের পর, গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি আর টিয়ার শেল ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। পরে বিক্ষোভকারীদের ওপর বিমান হামলা আর গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের কথা স্বীকার করে তেলআবিব।

‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শিরোনামে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এ বিক্ষোভ শুরু হয় গত মার্চে। যেখান থেকে তারা ৭০ বছর আগে বিতাড়িত হয়েছিলো। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, পাঁচ মাস ধরে চলা বিক্ষোভে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। আহত ১৮ হাজারেরও বেশি।

Exit mobile version