Site icon Jamuna Television

২০২৪ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে সাতের ঘরে দাঁড়াবে: মাস্টারকার্ড

২০২৪ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে প্রায় সাড়ে ৬ ভাগ।

মাস্টারকার্ড ইকোনমিক ইন্সটিটিউট এমন পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সংস্থাটি প্রকাশ করে ইকোনমিক আউটলুক প্রতিবেদন।

তাতে বলা হয়, আগামী বছর থেকে সংকট কমে ঘুরে দাঁড়াবে বৈশ্বিক অর্থনীতি। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কমবে। এর সুবাদে, বিশ্বের গড় মূল্যস্ফীতিও প্রায় ১ শতাংশ কমবে।

মাস্টারকার্ড বলছে, কোভিডের পর এই প্রথম কিছুটা স্বস্তির পথে হাঁটবে বিশ্ব অর্থনীতি। আগের চেয়ে সহনশীল মুদ্রানীতি গ্রহণ করবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু চড়া দামের কারণে জ্বালানি নিয়ে খুব একটা স্বস্তি থাকবে না।

সংস্থাটি মনে করে, চীনের সাথে পশ্চিমাদের সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে। এর ফলে চীনের রফতানি বাড়বে। ইতিবাচক পরিবর্তন আসবে বিশ্ব বাণিজ্যে।

/এমএন

Exit mobile version