Site icon Jamuna Television

গাইবান্ধায় স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার পলাশবাড়ির কৃষক নুরুল ইসলাম (৫৫) গতরাতে খাবার খেয়ে ঘুমান নিজের ঘরেই। বৃস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হঠাৎ মারা যান তিনি। তার মারা যাওয়ার শোক সহ্য করতে না পেরে দুপুর ১২টার দিকে মারা যান স্ত্রী জোসনা বেগমও (৫০)। মাত্র চারঘণ্টার ব্যবধানে এই দম্পতির বিদায়ে শোকের থায়া নেমে এসেছে তাদের বাড়িতে।

নুরুল ইসলামের বাড়ি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে। তিনি মৃত রজ্জব আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বুধবার রাতে খাবার শেষে নুরুল ইসলাম ঘুমাতে যান। সকালে আকস্মিক তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুুর শোকে দুপুর ১২টার দিকে মারা যান স্ত্রী জোসনা বেগমও। তবে জোসনা বেগম অসুস্থ ছিলেন।

হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু বলেন, সন্ধ্যায় ওই দম্পতির জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। তাদের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

/এনকে

Exit mobile version