Site icon Jamuna Television

হেরেও গ্রুপসেরা লিভারপুল

ইউরোপা লিগে গ্রুপ পর্বের লড়াইয়ে ইউনিয়ন এসজির কাছে ২-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। এই হারে অবশ্য গ্রুপসেরা হওয়া থেকে আটকানো যায়নি ইংলিশ জায়ান্টদের।

গ্রুপ ‘ই’র লড়াইয়ে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন এসজির আতিথ্য নেয় লিভারপুল। ম্যাচে নিয়মিত একাদশের ফুটবলারদের রাখেননি কোচ ইয়্যুর্গেন ক্লপ। বেঞ্চের ফুটবলারদের নিয়েই একাদশ সাজান এই জার্মান কোচ। যার সুযোগে ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটে মোহাম্মেদ আমোওরার গোলে লিড নেয় ইউনিয়ন এসজি। তবে মিনিট সাতেকের মাথায় জারেল কোয়ানশাহর গোলে সমতায় ফেরে অলরেডস শিবির। বিরতির ঠিক আগে ক্যামেরন পুয়ের্তাসের গোলে আবারও এগিয়ে যায় বেলজিয়ান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেও সফল হয়নি লিভারপুল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটিকে।

এই হারের পরেও ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে ক্লপ শিষ্যরা। অন্যদিকে, ৮ পয়েন্ট পেয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন এসজি।

/এএম

Exit mobile version