Site icon Jamuna Television

অবরুদ্ধ গাজায় ফের যোগাযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

অবরুদ্ধ গাজায় আগ্রাসন আরও জোরদার করেছে ইসরায়েল। উপত্যকাজুড়ে ফের ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’ চলছে বলে নিশ্চিত করেছে হামাস প্রশাসন। খবর আরব নিউজ ও আল জাজিরার।

সব ধরনের ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করে দেয়ায় বহির্বিশ্বের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন অবরুদ্ধ অঞ্চলটি। এরইমধ্যে চলছে নির্বিচার বোমাবর্ষণ। রাতভর তাণ্ডবে বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

রাফাতে একটি বন্ধ ফার্মেসির বাইরে মাল্টিপ্ল্যাগে ফোন চার্জ করার চেষ্টা মানুষজনের। পুরোনো ছবি: এএফপি

গাজা প্রশাসন একে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, যুদ্ধাপরাধের খবর ধামাচাপা দিতেই গাজার সাথে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার এই অপকৌশল। জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের দাবিও জানাচ্ছে গাজা।

এর আগেও কয়েক দফা গাজার টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় ইসরায়েল। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন।

/এএম

Exit mobile version