Site icon Jamuna Television

৩৬ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসেম ব্রিগেডের

ছবি: আনাদোলু এজেন্সি

গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা। গত ৭২ ঘণ্টায় ৩৬ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে কাসেম ব্রিগেড। খবর আনাদোলু এজেন্সির।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) টেলিগ্রাম বার্তায় হামাসের এক মুখপাত্র আবু উবাইদা জানান, এসময় হামাসের গেরিলা হামলায় আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। অন্তত ৭২টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে কাসেম ব্রিগেড। টার্গেট করেছে গাজায় তাদের হেডকোয়ার্টার ও কমান্ডরুম। জব্দ করেছে দখলদারদের অসংখ্য অস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম।

স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, সংঘবদ্ধ না হয়ে বিছিন্নভাবে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে হামাস যোদ্ধারা। মর্টার শেল, স্বল্প মাত্রার মিসাইল আর রকেট ছুড়ে দিচ্ছে পাল্টা জবাব। ইসরায়েলি সেনাদের সাথে বেশ কয়েকবার মুখোমুখি সংঘর্ষও হয়েছে তাদের। এছাড়া, ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের দাবিও করেছে হামাস।

/এএম

Exit mobile version