Site icon Jamuna Television

ফাইনালে হারলেও বোলিং, ফিল্ডিংয়ে খুশি বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

পর পর দুটি ফাইনালে ভারতের কাছে হারার হতাশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কন্ঠেও স্পষ্ট। তবুও এশিয়া কাপের ফাইনালে হারলেও বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিংয়ে দারুণ খুশি বিসিবি সভাপতি।

সাধুবাদ জানিয়েছেন স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতাকে। তবে গোটা টুর্ণামেন্টে ওপেনিং নিয়ে ধুকতে থাকা বাংলাদেশ, ফাইনালে দারুণ শুরুর পরও বড় স্কোর করতে পারেনি। আর সে জন্য মিডল অর্ডারদের দায়িত্ব পালন না করতে পারাকেই দায়ী করছেন সভাপতি।

এদিকে ইনজুরি নিয়ে দেশে ফেরা সাকিব আল হাসানের হাত থেকে পূজ বের করে ফেলায় আশঙ্কামুক্ত তিনি। দুই একদিনের মধ্যেই অপারেশনের জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব এমনটাই জানিয়েছেন বিসিবি বস।

Exit mobile version