Site icon Jamuna Television

শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণা তরিকত ফেডারেশনের

১৪ দলীয় জোটের আরেক শরিক তরিকত ফেডারেশন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে বলে জানিয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে একথা জানান দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

মাইজভান্ডারি আশা করেন, জোটনেত্রী অবশ্যই আসন দিয়ে তরীকত ফেডারেশনকে মূল্যায়ন করবেন। তিনি বলেন, আসন বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। জোটকে ৭টি আসন দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তাতে তরিকতের কারও নাম নেই।

আসন বণ্টন চূড়ান্ত নয় বলে দাবি করেন, নজিবুর বশর। তিন মাস আগে নিবন্ধন পাওয়া দলের কাউকে আওয়ামী লীগ এমপি করলে, রাজনীতির বিবেক বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেন তরীকত চেয়ারম্যান।

এটিএম/

Exit mobile version