Site icon Jamuna Television

ভারতের লোকসভায় রঙ বোমা হামলার মূল হোতা গ্রেফতার

ভারতের সংসদে হামলার মূল পরিকল্পনাকারী ললিত ঝা’কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। রাজধানী দিল্লি থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে ভারতীয় সংসদের লোকসভার অধিবেশনের সময় ঢুকে রঙিন ধোঁয়া ছেড়ে দেয় দুই অনুপ্রবেশকারী। অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুই হামলাকারীর ঝাঁপ দিয়ে প্রবেশ করেন ও স্লোগান দেন। অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। ততক্ষণে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ভেতরে প্রবেশ করেন।

বুধবারই চারজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন ললিত। আজ শুক্রবার সকালে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এটিএম/

Exit mobile version