Site icon Jamuna Television

ইসিতে শেষ দিনে ৮৪ প্রার্থীর আপিল শুনানি, ৬৪টিই নামঞ্জুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়াদের আপিল শুনানির শেষ দিন আজ শুক্রবার (১৫ ডিসেম্বর)। আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে ৮৪টি। এর মধ্যে নামঞ্জুর হয়েছে ৬৪টি আবেদন আর প্রার্থিতা ফিরে পেয়েছে ২০ জন।

শুক্রবার সকাল থেকে শুরু হয় মনোনয়ন বাতিল হওয়াদের আপিল শুনানি। এরইমধ্যে আবেদন নামঞ্জুর হয়েছে কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের প্রার্থীর সালাহউদ্দিন আহমেদ ও ফরিদপুর-৩ এর শামীম হকের প্রার্থিতা।

ফরিদপুরে-৩ এর স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আবেদন বাতিল করা হয়েছে। সেখানে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র পংকজ দেবনাথ। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ আবেদন বাতিল করা হয়েছে। সেখানে প্রার্থিতা বহাল রয়েছে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের।

এছাড়াও, বরগুনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিজান রহমানের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ইসিতে যাদের আপিল আবেদন বাতিল করা হচ্ছে, তাদের উচ্চ আদালতে রিট করার সুযোগ রয়েছে।

এসজেড/

Exit mobile version