Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৫৬ অবৈধ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ মোট ৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এসব অভিবাসীদের আটক করা হয়।

রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদিন তাহির বলেন, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতেই অভিযানটি শুরু করা হয়েছিল।

বাহারউদিন তাহির জানান, অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৩ জন চীনা , ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ান, ৩ জন ভারতীয়, ১ জন নেপালি ও ৭ জন মিয়ানমারের নাগরিক রয়েছে। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর। এছাড়াও আটককৃতদের অভিবাসন আইন লঙ্ঘনে আরও ব্যবস্থা নেয়ার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version