Site icon Jamuna Television

শাহরুখ-প্রীতির পর ক্রিকেটে দল কিনলেন অক্ষয়

ফাইল ছবি

ক্রিকেটের প্রতি ভারতীয় চলচ্চিত্র তারকাদের আগ্রহ দীর্ঘদিনের। যেটি গত এক দশকে আরও ভিন্ন মাত্রা পেয়েছে। বলিউডের সুপারস্টারদের অনেকেই অভিনয়ের পর ক্রিকেটে প্রচুর লগ্নি করছেন। বিভিন্ন ফ্রাঞ্জাইজি লিগে দল কিনেছেন তারা।

এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিনতার মতো জনপ্রিয় তারকারা। এবার সেই তালিকায় যোগ হলেন বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তিনিও ক্রিকেট দল কিনেছেন। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানিয়েছেন।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নয়, তিনি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে ‘শ্রীনগর দল’ কিনেছেন। যেটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, সিনেমা থেকে খেলার মাঠে। গর্বের সাথে ঘোষণা করছি যে, আগামী আইএসপিএল টি-১০ এর শ্রীনগর (জম্মু ও কাশ্মির) দলের মালিক হচ্ছি আমি।

/এনকে

Exit mobile version