Site icon Jamuna Television

৮৫ কোটিতে বিক্রি হলো মেসির ৬টি জার্সি

ফাইল ছবি

তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক লিওনেল মেসির ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকায়। ব্রোকার হাউস সোথবি মেসির জার্সিগুলো নিলামে তুলেছিলো। কাতার আসরের গ্রুপ পর্বের ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের প্রথমার্ধে যে জার্সিগুলো গায়ে দিয়ে খেলেছিলেন সেই জার্সিগুলোই নিউইয়র্কে নিলামে তোলা হয়।

এলএমটেনের বিশ্বকাপের ৬ জার্সি নিলামে তোলা হলেও জার্সিগুলো কারা পেয়েছেন নিলামকারী প্রতিষ্ঠান থেকে তা জানানো হয়নি।

ফুটবল ম্যাচে পরা জার্সির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ১৯৮৬ সালে ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত গোল করা সেই ম্যাচের জার্সি। ম্যারাডোনার মৃত্যুর পর এই জার্সিটি বিক্রি হয় ৯২ লাখ ডলারে। মেসির ৬টা জার্সি নিলামে গেলেও ম্যারাডোনার জার্সির দামকে টপকাতে পারেনি।

নিলামকারী সংস্থা জানায়, ২০২২ সালের কাতার বিশ্বকাপ, খেলার ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট হয়েছে মেসির জন্য। মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন; তার ব্যবহৃত জার্সির জন্য ভক্তরা ঝাঁপিয়ে পড়বে এমনটাই অনুমিত ছিল।

উল্লেখ্য, খেলাধুলার স্মারক নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সি ছিল বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। যেটি বিক্রি হয় প্রায় ১২০ কোটি টাকায়। শিকাগো বুলসের হয়ে এই জার্সিটি পরেছিলেন জর্ডান।

/এনকে

Exit mobile version