Site icon Jamuna Television

রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়কত্ব দেয়া হলো হার্দিককে

ফাইল ছবি

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়ক হন ২০১৩ সালে। সবশেষ ১১ মৌসুমে তার অধীনে ৫ বার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই। পাঁচ ট্রফি নিয়ে রোহিত যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বেই আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই।

অন্যদিকে, ২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। তবে সবশেষ দুই আসরে ছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক। দুই আসরেই ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে গুজরাট। গত মাসে গুজরাট ছেড়ে আবারও মুম্বাইয়ে ফেরেন পান্ডিয়া। এবার পেয়ে গেছেন নেতৃত্বও।

/এনকে

Exit mobile version