Site icon Jamuna Television

বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাতে গিয়ে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কবির হোসেন নামে আরও একজন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে ও আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফুলাচ্ছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার ব্যাপারীর মৃত্যু হয়।

/এমএইচ

Exit mobile version