Site icon Jamuna Television

আ.লীগের সাথে কৌশল নিয়ে আলোচনা হয়েছে: চুন্নু

আওয়ামী লীগের সাথে কৌশল নিয়ে আলোচনা হয়েছে, জোট মহাজোট নিয়ে আলোচনা হয়নি। তবে আরও আলোচনা হবে, এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পার্টির বনানী কার্যালয়ে এক ব্রিফিং এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু বলেন, কোনো জোট-মহাজোট নয়, ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। ভোটাররা যেনো ভোটকেন্দ্রে আসার আস্থা ফিরে পায়; ভালো নির্বাচন করতে কী কী দরকার তা নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, নির্বাচনে এসেছেন আ.লীগের সাথে ফাইট করার জন্য। একটা সিটও প্রত্যাহার হবে না। তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত ভোট বিপ্লব চলবে, নীরবে নিভৃতে একটা বিপ্লব হয়ে যাবে।

জাতীয় পার্টির চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি প্রসঙ্গে মহাসচিব বলেন, হুমকি তার ফোনেও আসে। কিন্তু তিনি এসব আমলে নেন না, জিডি করারও প্রয়োজন বোধ করেন না।

এটিএম/

Exit mobile version