Site icon Jamuna Television

কয়লার সাথে মিশিয়ে পাচার করা হচ্ছিলো আড়াই হাজার কেজি কোকেইন

কয়লার সাথে মিশিয়ে পাচার করা হচ্ছিলো কোকেইন। ছবি: সংগৃহীত।

কয়লার সাথে মিশিয়ে পাচার করছিলো কোকেইন! তাও এবার এক দুই কেজি নয় প্রায় আড়াই হাজার কেজি। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে নিউজ নাইন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিশাল এই মাদকের চালান আটক হয়েছে লাতিন দেশ কলম্বিয়ায়। প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বারানকুইলা বন্দরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় একটি কার্গোতে কয়লার সাথে মিশ্রিত অবস্থায় মেলে বিপুল এই কোকেইনের সন্ধান। কালোবাজারে যার মূল্য ১১ মিলিয়ন ডলারের ওপর।

কলম্বিয়া থেকে এই মাদক বেলজিয়ামে পাচার করা হচ্ছি বলে জানা গেছে। মাদক চোরাচালেনের স্বর্গরাজ্য লাতিন দেশ কলম্বিয়া। সম্প্রতি পাচার রুখতে নিরাপত্তা বাহিনী সোচ্চার হলে কফি, ফল, কয়লার মতো জিনিসের সাথে মাদক পাচারের প্রবণতা বেড়েছে পাচারকারীদের। চলতি বছর এরকম ২৩টি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

/এআই

Exit mobile version