ইয়েমেনে হামলা হলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের পরিণতি হবে ভয়াবহ। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন দেশটির হুতি বিদ্রোহীরা। খবর আল জাজিরার।
আলী আল কাহোম নামের এক হুতি নেতার দাবি, ওয়াশিংটন ও তার মিত্রদের সামরিক আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত তারা। ইয়েমেনের ওপর আর কোনো হামলা হলে প্রতিরক্ষার পাশাপাশি পাল্টা আগ্রাসন চালানোর সক্ষমতাও রয়েছে সশস্ত্র সংগঠনটির, এমন মন্তব্যও করেন আলী আল কাহোম।
অবশ্য ইসরায়েল ও তাদের সমর্থকদের কোনো হুঁশিয়ারিতেই গাজাকে সহযোগিতা বন্ধ করবে না বলে দাবি হুতির। এর আগে সামরিকভাবে সেভাবে শক্তিধর ছিল না ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ধারণা করা হচ্ছে, ইরানের সহায়তায় অস্ত্র ঘুরে দাঁড়িয়েছে সশস্ত্র সংগঠনটি।
এসজেড/

