Site icon Jamuna Television

মোসাদের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ফাঁসি কার্যকর ইরানের

ফাইল ছবি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের ফাঁসি কার্যকর করলো ইরান। শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের কার্যালয় জানায়,শনিবার স্থানীয় সময় সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দেয়া হয় মৃত্যুদণ্ডের সাজা। বিভিন্ন বিদেশি সংস্থাকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন তিনি এমন দাবি তেহরানের।

কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো ও দেশে অরাজকতা তৈরির চেষ্টার অভিযোগও করা হয়। তবে দণ্ডিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ইরানের প্রশাসন।

/এআই

Exit mobile version