Site icon Jamuna Television

মারা গেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ

ফাইল ছবি

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরের মৃত্যুর সংবাদটি প্রচার করে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

মৃত্যুর বিষয়ে দেশটির মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহর সংক্ষিপ্ত একটি বিবৃতি প্রচার করা হয়। ওই মন্ত্রী বলেন, খুব দুঃখ ও শোকের সাথে আমরা কুয়েতের জনগণ, আরব, ইসলামিক দেশগুলো এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণকে জানাচ্ছি আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ তার প্রভুর কাছে চলে গেছেন।

সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন শেখ নাওয়াফ।

/এনকে

Exit mobile version