Site icon Jamuna Television

মেক্সিকানদের ঠেকাতে অ্যারিজোনা সীমান্তে কড়াকড়ি

অ্যারিজোনার গভর্নর কেটি হবস দক্ষিণ অ্যারিজোনার সীমান্ত পরিদর্শনের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

অ্যারিজোনা সীমান্তের অভিবাসন সংকট কাটাতে এবার উদ্যোগী হয়েছে সেখানকার ডেমোক্রেটিক গভর্নর। মেক্সিকো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে স্থানীয় ন্যাশনাল গার্ডের সেনাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটি হবস। শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসন রুখতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বাইডেন প্রশাসন। এমনক একাধিক বার অনুরোধের পরও প্রয়োজনীয় জনবল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জেরেই স্থানীয়ভাবেই উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি লুকভিল সীমান্ত খুলে দিতে প্রেসিডেন্টের অনুরোধেও রাজি হননি এ রিপাবলিকান নেতা।

সম্প্রতি, অ্যারিজোনার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের জন্য অভিবাসন প্রত্যাশীদের পৌঁছে দিচ্ছে পাচারকারীরা। ফলে হঠাৎ করেই অঞ্চলটিতে দেখা দিয়েছে সংকট।

/এআই

Exit mobile version