Site icon Jamuna Television

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।

গত ২৮ অক্টোবরের পর এ নিয়ে চতুর্থ দফা হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। এর বাইরে এখন পর্যন্ত ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, মার্শাল ল, জরুরি আইনের চেয়েও দেশে বর্তমান সরকারের ভয়াবহ আইন চলছে। একতরফা প্রহসনের নির্বাচনের জন্য বর্বর হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকার। এ সময় তিনি সভা সমাবেশ বন্ধে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত জনগণ মানবে না।

/এনকে

Exit mobile version