Site icon Jamuna Television

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের হামলা

বগুড়া ব্যুরো:

বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার পেট্রোল পাম্পে ভাঙচুর ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউল হক মোল্লা বলেন, রাতে মুখোশধারী কয়েকজন যুবক হক অ্যান্ড কোম্পানি পেট্রোল পাম্পে ঢুকে জ্বালানি তেলের ডিসপেনসারগুলোতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সেখানে পেট্রোল বোমা ছুড়ে আগুনও ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা চলে গেলে পাম্পের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেয়ায় স্থানীয় বিএনপি নেতারা তাকে মেনে নিতে পারছে না। যে কারণে তারা পরিকল্পিতভাবে এই ধরনের নাশকতা করেছে।

জিয়াউল হক মোল্লা এর আগে বগুড়া-৪ আসনে বিএনপির হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, গত ১১ ডিসেম্বর গণসংযোগ করার সময় হামলারও শিকার হন তিনি।

এএস/এনকে

Exit mobile version