Site icon Jamuna Television

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে আয়োজিত এ সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহানাও এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা মঞ্চে আসেন। এরপর শুরু হয় জাতীয় সঙ্গীত আর বিজয় দিবস উপলক্ষ্যে কেক কাটেন রাষ্ট্রপতি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা। অনুষ্ঠানে আরো যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরাও এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version