Site icon Jamuna Television

ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার খিলমার্কেট এলাকায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ থেকে আগুন লেগে নারীসহ দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন।

রোববার (১৬ ডিসেম্বর) রাতে দেড়টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  

দগ্ধ চারজনের নাম জানা গেছে। তারা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ওই ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।

তবে স্থানীয়দের ধারণা, ‘গ্যাসলাইনের লিকেজ’ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে সেখানে পৌঁছে আহত দগ্ধ কাউকে পাওয়া যায়নি।

/এমএইচ

Exit mobile version