Site icon Jamuna Television

বন্দিদের উদ্ধারের দাবিতে ফের উত্তাল তেল আবিব, ছবিতে দেখুন এক নজরে

গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের বন্ধু ও আত্মীয়রা তেল আবিবে মিডিয়ার কাছে বিবৃতি দেয়ার সময় একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

বন্দিদের উদ্ধারের দাবিতে ফের উত্তাল তেল আবিব। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে বিশাল বিক্ষোভ-সমাবেশ হয় ইসরায়েলের রাজধানীতে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্দিদের উদ্ধারে জোরালো পদক্ষেপের নেয়ার জন্য ইসরায়েলি সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। এসময় তাদের হাতে বন্দিদের ছবি, প্ল্যাকার্ড ও সরকার বিরোধী ব্যানার ছিলো।

সম্প্রতি, সামরিক অভিযানে ৩ ইসরায়েলি জিম্মির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, পরিস্থিতি সামলাতে ব্যর্থ নেতানিয়াহু সরকার। তারা অভিযোগ করে, প্রশাসনের দুর্বলতার কারণে আড়াই মাসেও উদ্ধার করা যায়নি সব বন্দিকে।

এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এতে প্রাণ হারায় ১২শ’ ইসরায়েলি, আটক হয় ২৪০ জন। যুদ্ধবিরতিতে মুক্তি পায় ১০০ জনের মতো, এখনও বন্দি শতাধিক।

গাজায় ইসরায়েলি বন্দীদের পরিবার তেল আবিবে তাদের আত্মীয়দের চিত্রিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছে। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি ডানপন্থী বিক্ষোভকারীরা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করছে। ছবি: আল জাজিরা।
বিক্ষোভের সময় স্লোগান দিচ্ছেন একজন ইসরায়েলি নারী। ছবি: আল জাজিরা।

/এআই

Exit mobile version