Site icon Jamuna Television

বিজেপি থেকে লোকসভা নির্বাচন করবেন শেবাগ-গম্ভীর!

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই হিন্দুত্ববাদী দল বিজেপির সমর্থক এটা আগে থেকেই জানা। নিকট অতীতে বিভিন্ন সময়ে বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীরসহ আরও ক্রিকেটারদের হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ পেয়েছিল। শেবাগ তো সমালোচিত হয়েছিলেন মুসলিম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে।

এবার ভারতীয় একটি পত্রিকা জানাচ্ছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির প্রার্থী হতে পারেন শেবাগ ও গম্ভীর। ভারতের বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল আগামী নির্বাচন নিয়ে বেশ চিন্তিত। মোদি তার প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করতে পারেননি গত চার বছরে। ফলে নির্বাচনে দলকে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হতে পারে।

এটি কাটিয়ে উঠতে বিজেপি নেতারা চাচ্ছেন দলে নতুন মুখ ও সেলিব্রিটিদেরকে ভেড়াতে। তারই অংশ হিসেবে ক্রিকেটার ও বলিউড তারকাদের অনেকের প্রতি দৃষ্টি বিজেপির।

ভারতীয় পত্রিকা ওয়ান ইন্ডিয়া জানাচ্ছে, দিল্লির নির্বাচনে শেবাগ ও গৌতম গম্ভীরের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। তবে বিজেপির কোনো নিশ্চিত সূত্রের উদ্ধৃতি দিতে পারেনি পত্রিকাটি।

Exit mobile version