Site icon Jamuna Television

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের নীতিগত অনুমোদন রাষ্ট্রপতির

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সুষ্ঠু ভোটের জন্য রাষ্ট্রপতি নীতিগতভাবে এ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে ইসি সচিব জাহাংগীর আলম।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির পরামর্শ চান সিইসি।

পরে ইসি সচিব জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। জানান, নির্বাচনে মাঠে নামলেও, সেনাবাহিনী কতদিন থাকবেন সে বিষয়ে কোন এখনো সিদ্ধান্ত হয়নি।

এটিএম/

Exit mobile version