Site icon Jamuna Television

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাগাভাগির নির্বাচন বলা হচ্ছে: কাদের

যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও প্রায় ২২০০ প্রার্থী আছে সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়, এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনের সবকিছু যথারীতি এগিয়ে চলেছে। কয়েকটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একে ভাগাভাগির নির্বাচন বলছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে নির্বাচনে ২২৬০ প্রতিদ্বন্দ্বি প্রার্থী অংশ নেয় তা ভাগাভাগির নির্বাচন কিভাবে হয়?

কাদের বলেন, বিজয় দিবসকে উপহাস করে পরাজয় দিবস বলছে বিএনপি নেতারা। তারা মানুষের জন্য রাজনীতি করে না। গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি সুষ্ঠু নির্বাচনের কথা বলে কোন মুখে। তাদের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।

জাতীয় পার্টির সাথে সমঝোতা আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। শুধুমাত্র আসন ভাগাভাগির বিষয় নয়, বিএনপি যে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় সেটা নিয়ে সমমনা দল হিসেবে আলোচনা হয়েছে।

জাতীয় পার্টিসহ শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে নৌকা প্রত্যাহার করে নিবে আওয়ামী লীগ এমনটাও জানান, ওবায়দুল কাদের।

এটিএম/

Exit mobile version