Site icon Jamuna Television

জাপা ও শরিকদের জন্য ৩২ আসন ছাড়লো আওয়ামী লীগ

জাতীয় পার্টি ও শরিক ১৪ দলের জন্য ৩২টি আসন বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে, ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। ঢাকা ১৩ ও ১৪ আসন থেকেও জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে, আজ রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, জাতীয় পার্টি ভোট করবে কি করবে না, করলে কীভাবে করবে, এ নিয়ে চেয়ারম্যানসহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

দলের মহাসচিব বলেন, আসন সমঝোতা নিয়ে প্রত্যােক দলেরই কৌশল থাকে; সেটি সবসময় প্রকাশ করা সম্ভব না। জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে, কথা হচ্ছে নেতাদের সঙ্গে।

এসজেড/

Exit mobile version