Site icon Jamuna Television

চ্যাম্পিয়নদের রাষ্ট্রপতির অভিনন্দন

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

এর আগে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়া সেরার মুকুট নিজেদের দখলে নেয় টাইগার যুবারা। ফাইনালে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন দলের উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলী। দুর্দান্ত পারফর্ম করা শিবলী ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন।

/এনকে

Exit mobile version