Site icon Jamuna Television

দুর্ঘটনার কবলে সালমান খানের ভগ্নিপতি?

বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা নিজেও বলিউড অভিনেতা। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে হঠাৎ খবর পাওয়া যায় আয়ুষের বিলাসবহুল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এরপরই রীতিমতো হৈচৈ পড়ে যায় বলি পাড়ায়। তবে পরে জানা যায়, ভিন্ন ঘটনা। খবর আনন্দবাজার পত্রিকার।

আয়ুষ শর্মা যে গাড়িটি ব্যবহার করেন তার দাম ভারতীয় মুদ্রায় তার দাম ২ কোটি টাকা। জানা গেছে, রোববার এক মদ্যপ চালক তার চলন্ত গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এতে বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়ে আয়ুষের গাড়ি। তবে সে সময় গাড়িতে ছিলেন না অভিনেতা।

জানা গেছে, ওই সময় গাড়ি চালাচ্ছিলেন আয়ুষের চালক। তবে এখন বেশ ভালো আছেন তিনি।

ইন্টারনেটে এরই মধ্যে এই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের গাড়িটির সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আয়ুষের গাড়িতে ধাক্কা মারার পর অন্য গাড়িটির চালক পালানোর চেষ্টা করেন। কিন্তু তা পুলিশের নজর এড়ায়নি। ইতোমধ্যেই মুম্বাইয়ের থানার মামলা হয়েছে, শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনার পর এখনও পর্যন্ত আয়ুষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিলাসবহুল গাড়িটির অবস্থা যে দফারফা, তা আর বলার অপেক্ষা রাখে না।

এসজেড/

Exit mobile version