Site icon Jamuna Television

শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত আর্জেন্টিনা

ছবি: রয়টার্স।

শক্তিশালী ঝড়ের আঘাত বিপর্যস্ত আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হয় দুর্যোগ। ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে অতিবাহিত হয় ঝড়ো হাওয়া।ধ্বংসযজ্ঞ চালায় বিভিন্ন এলাকায়। রোববার পর্যন্ত খারাপ ছিল আবহাওয়া পরিস্থিতি।

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহর। ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর। উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি। বিধ্স্ত হয় অনেক গাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শস্যের। আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে থাকায়, শনিবারই বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

/এআই

Exit mobile version