Site icon Jamuna Television

টাঙ্গাইলে ছেলে ও নাতির বিরুদ্ধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে আনছের আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার ছেলে ফারুক হোসেন ও নাতি মফিজুলের তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার সৌরভপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আনছের ওই এলাকার মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর তার ছেলে ফারুক ও নাতি মফিজুল পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানান, রোববার রাতে আনছের আলীর সাথে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা আনছেরের মাথায় ইট আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে রোববার রাতে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এনকে

Exit mobile version