Site icon Jamuna Television

গাজা সীমান্তে সবচেয়ে বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি ইসরায়েল

৪ কিলোমিটার দীর্ঘ টানেল। ছবি: বিবিসি।

গাজা সীমান্তে এ যাবত কালের সবচেয়ে বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল। রোববার (১৭ ডিসেম্বর) দাবির পক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরেজ সীমান্ত ক্রসিংয়ের চেকপয়েন্ট থেকে মাত্র একশ’ মিটার দূরে টানেলের প্রবেশমুখ। ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটি কংক্রিট ও লোহার তৈরি। যা ভারি যান চলাচলেরও উপযোগী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়েছে এই টানেল তৈরিতে। সময় লেগেছে কয়েক বছর। বালি দিয়ে আটকে রাখা এর প্রবেশমুখ। অন্যপ্রান্তে হামাসের সামরিক স্থাপনা বলে দাবি তেলআবিবের।

আইডিএফ আরও জানায়, গাজায় ইসরায়েলের চলমান অভিযানের অন্যতম লক্ষ্য হামাসের আন্ডারগ্রাউন্ড টানেলগুলো ধ্বংস করা।

/এআই

Exit mobile version