Site icon Jamuna Television

টানা ৩ দিন সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় করেসপনডেন্ট:

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। একইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ভোর ৬টায় এখানকার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, রোববার সকাল ৯টায় এ জেলায় রেকর্ড হয়েছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি এ জেলায় বেড়েছে শীতের দাপট। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা তিনদিন ধরে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ৮-১০ ডিগ্রির ঘরে ওঠা নামা করছে। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা করেন তিনি।

এএস/

Exit mobile version