Site icon Jamuna Television

প্রার্থিতা ফিরে পেতে শামিম-শাম্মীর করা রিট খারিজ

ফাইল ছবি

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ তাদের রিট খারিজ করে দেন।

এর আগে, রিটার্নিং কর্মকর্তার যাছাই-বাছাইয়ে উৎরে গেছিলেন তারা। শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের।

অন্যদিকে, শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব ছিল। তিনি নেদারল্যান্ডসের নাগরিকত্ব বাতিলের জন্য দূতাবাসে আবেদনও করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্ব বাতিল হয়নি। আসনটির স্বতন্ত্র প্রার্থী একে আজাদের আপিলের প্রেক্ষিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

এই সিদ্ধান্তের বিপক্ষে ইসিতে আপিল করলে প্রার্থিতা হারান তারা। এরপর তারা প্রার্থিতা ফিরে পেতে আদালতে যান। সেই রিটও খারিজ হয়ে গেলো।

/এনকে

Exit mobile version