Site icon Jamuna Television

মনোনয়ন ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হওয়া বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে তার করা রিটের শুনানিতে আদালত এই রায় দেন।

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে, ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী জাহিদ ফারুক।

আবেদনে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। এ তথ্য হলফনামায় গোপন করেছেন তিনি।

সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় সাদিক আবদুল্লাহ। তবে ২০২৩ সালে এসে তিনি নগরীতে নৌকার কাণ্ডারি হতে পারেন নি। তার পরিবর্তে দলীয় মনোনয়ন পান সাদিকেরই চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। পরে মেয়রও নির্বাচিত হন খোকন।

/এনকে

Exit mobile version