Site icon Jamuna Television

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের সভাপতি রুমেন ও সাধারণ সম্পাদক পরশ

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন সভাপতি এবং সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে নতুন কমিটির নাম ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসনাত সুমন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের শাহনাজ ইয়াসমিন বিশ্বাস, নাহিদ তন্ময়, জয়দেব দাস, প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু, ভোরের ডাকের সাইদুল ইসলাম ও বিজনেস পোস্টের মীর মোহাম্মদ জসিম, যুগ্ম সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল। এছাড়া, অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের রিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক এনটিভির ফখরুল ইসলাম শাহিন, দফতর সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেয়ার বিজের রোহান রাজিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রেদওয়ানুল হক।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, চ্যানেল আইয়ের আরেফিন ফয়সল, বিবিসির রাকিব হাসনাত সুমন, খবরের কাগজের তাপসী রাবেয়া আখি, খবরপত্রের শাহজাহান সাজু, এনটিভির রনি রায়হান, আমার সংবাদের সৈয়দ সাইফুল ইসলাম, বিটিভির সফিউল্লাহ সুমন, এশিয়ান টিভির সামির আহমেদ, জিনান মাহমুদ, যুগান্তরের নূরে আলম জিকু এবং জনকণ্ঠের ফজলুর রহমান।

এএস/এনকে

Exit mobile version